শুক্রবার, ১ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই হাজার পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দুই হাজার পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে থেকে প্রতিদিনই ত্রাণ সামগ্রী ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। সকলে তাঁর নির্দেশনা মেনে চললে এ যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে।
মানুষকে জড়ো হওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অতীব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আপনাদের খাদ্যের প্রয়োজন পড়লে আমরা আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমূখ।