বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে জেলে চাল বিতরণে অনিয়ম, চাল জব্দ ও জরিমানা।।লালমোহন বিডিনিউজ
ভোলার চরফ্যাশনে জেলে চাল বিতরণে অনিয়ম, চাল জব্দ ও জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের জেলে পূর্নবাসনের চাল বিতরণে অনিয়মের অভিযোগে একজনের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ রুহুল আমির এ জরিমানা করেন।
বৃহম্পতিবার(৩০ এপ্রিল) সকালে উপজেলার নীল কমল ইউনিয়নে জেলে পূর্ণবাসনের চাল বিতরণে অনিয়মের সময় এ জরিমানা করা হয়।
স্থনীয়রা অভিযোগ করেন, নীলকমল ইউপি চেয়াররম্যান প্রকৃত জেলেদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করে তার পছন্দের ব্যক্তিদের জেলে তালিকায় নাম দিয়ে চাল দেন এবং ঐ চাল ওজনে কম দেয়া হয়। স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে উপজেলা নির্বাহি অফিসার ঘটনাস্থলে গেলে ১৪ জন চাল রেখে পালিয়ে যায়। পরে ৩জন জেলের কার্ড দেখালে তাদের চাল দিয়ে দেওয়া হয় । বাকি ১১জনের জেলে কার্ড দাখিল করতে না পারায় তাদের ৪৪০ কেজি চাল জব্দ করা হয়।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাটিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলা দুলার হাট থানার নীল কমল ইউনিয়নে জেলে পূর্ণবাসনের চাল বিতরণে ওজনে কম দেওয়া অভিযোগ পাওয়া যায়। এবং ১৪ জনের চাল জব্দ করা হয়েছে। পরে ৩ জন জেলে কার্ড দেখিয়ে চাল নিয়ে যায়। বাকি ১১জন জেলে কার্ড দেখাতে পারেনি। তাই তাদের চাল জব্দ করা হয়েছে। ওজনে কম দেওয়ায় ওজনদারকে পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে।
এসব অভিযোগের ব্যাপারে নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হালদার জানান,তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। নিবন্ধিত জেলেদের কে চাল দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জেলে চাল উত্তোলন করে বাহিরে চাল বিক্রি করতে গেলে ওই চাল উদ্ধার করা হয়। চাল কম দেয়ার বিষয়ে বলেন খাদ্য গুদাম থেকে প্রতি বস্তায় ২/১ কেজি করে চাল কম দেয়া হয়।