বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ক্লান্তিহীন চিত্তে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কর্মহীনের দ্বারে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
ক্লান্তিহীন চিত্তে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কর্মহীনের দ্বারে এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,সালাম সেন্টু : করোনা ভাইরাসের মহামারীতে লকডাউনে কর্মহীন হয়ে পড়া লালমোহন-তজুমদ্দিনের সাধারণ মানুষের দ্বারে দ্বারে প্রতিদিনই ক্লান্তিহীন চিত্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষকে সচেতন ও সতর্ক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ এলাকায় আসার পর থেকেই ত্রাণ ও রমজান উপলক্ষে ইফতার পৌঁছে দিচ্ছেন তিনি।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার ধলীগৌরনগর, চরভূতা ও লালমোহন সদর ইউনিয়নের প্রায় ১৬শ পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছেন এমপি শাওন।
বিতরণকালে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তবে আপনারাও প্রাণঘাতি করোনা থেকে নিরাপদ থাকতে প্রধানমন্ত্রীর ঘোষিত নির্দেশনা মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন।
নির্দেশ মেনে ঘরে থাকলে কেউ না খেয়ে থাকবেন না জানিয়ে এমপি শাওন বলেন, এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি সকলের ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। এসময় পবিত্র রমজান মাসে যাতে খাদ্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।