বুধবার, ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কর্মহীনদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে কর্মহীনদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু : ভোলার লালমোহনে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে ঘরবন্দি হয়ে পড়া কর্মহীন ও অসহায়দের খুঁজে খুঁজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
প্রতিদিনের মত বুধবারও নিজ হাতে উপজেলার ফরাজগঞ্জ, কালমা ও বদরপুর ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
ত্রাণ সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, মহামারীর কারণে দিনমজুর মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা ভেবে সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। লালমোহন উপজেলার প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারকে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে। শিশুদের দুগ্ধ পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পদক্ষেপের ফলে করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। তাঁর দেয়া নির্দেশনা মেনে চললে ইনশাআল্লাহ সকলে সুরক্ষিত থাকতে পারবো। তাই সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন।
এছাড়া পবিত্র রমজানেও যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে বলেও জানান এমপি শাওন।