শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | ভোলা | মনপুরা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এবার ভোলায় শিশুসহ ২ জনের করোনা শনাক্ত।।লালমোহন বিডিনিউজ
এবার ভোলায় শিশুসহ ২ জনের করোনা শনাক্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। অপর জন মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। স্থানীয় সুত্র জানায় এদরে কারোই করোনা লক্ষণ প্রকাশ পায়নি।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, করোনা আক্রান্ত যুবক ঢাকা থেকে এসেছেন
এই খবর পেয়ে সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। ওই যুবক পেশায় একজন হোটেল শ্রমিক। তার কোন উপসর্গ ছিলো না। তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপর দিকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কাচিয়া ইউনিয়নের সাড়ে ৮ বছরের এক মেয়ে শিশু ২ দিন আগে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে হাসপাতালে এসে নমুনা দিয়ে যায়। বর্তমানে তার হালকা জ্বর রয়েছে। গত কয়েক দিন আগে সে বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডে মামা বাড়িতে বেড়াতে যায়। প্রাথমিক ভাবে তার বাড়ির একটি কক্ষে রাখা হবে বলে জানা গেছে।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, বুধবার ভোলা থেকে ১১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল। তাদের মধ্য থেকে ২ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ২৫৫ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২২৩ জনের। যার মধ্যে ২২১ এনর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ ব্যাপারে শুক্রবার ভোলা জেলা করোনা বিস্তার প্রতিরোধ কমিটির জরুরি সভায় পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী।