বুধবার, ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন এমপি শাওনের উদ্যোগে দেড় শতাধিক মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন এমপি শাওনের উদ্যোগে দেড় শতাধিক মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা।।লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : সারাদেশ ব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কবল থেকে দেশ ও জনগণের মুক্তি কামনা করে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের মসজিদগুলোতে কোরআন খতম ও দোয়া মোনাজাত এবং একই সাথে মন্দিরগুলোতেও বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শ্ওানের উদ্যোগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে দুই উপজেলার ১৫০টি মসজিদে কোরআন খতম ও ২০টি মন্দিরে প্রার্থণার আয়োজন করা হয়।
এসময় মহামারী ভাইরাসের প্রকোপ দেশবাসীর হেফাজত কামনা ও দ্রুত এর কবল থেকে দেশকে মুক্ত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করেন সকল ধর্মের মানুষ।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহামারী থেকে দেশ ও দেশের জনগণের মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়েছে। আমরা প্রার্থণা করেছি যেন, মহান আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষিত করেন, দেশে সুস্থ্য পরিবেশ ফিরিয়ে দিন।