সোমবার, ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নারায়ণগঞ্জ থেকে আগতদের ঘরে থাকতে বলায় দুই যুবককে মারধর।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে নারায়ণগঞ্জ থেকে আগতদের ঘরে থাকতে বলায় দুই যুবককে মারধর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার বদরপুরে নারায়ণগঞ্জ থেকে আসা ব্যক্তিদের কে বাড়িতে থাকতে বলায় দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
রবিবার সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাতবাড়িয়া আ: রব মাতবর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৯এপ্রিল (বৃহস্পতিবার) প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত এলাকা নারায়ণগঞ্জ থেকে বদপুর ৯নং ওয়ার্ড আ: রব মাতবর বাড়িতে ইউনুছ ও তার ছেলে মনির, ইমরাণসহ কুলসুম নামের এক মহিলা আসেন। তাদের আসার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ওসিকে অবহিত করেন স্থানীয়রা। এসময় ইউএনও এবং ওসি স্থানীয়দের মাধ্যমে আগতদের কে বাড়ি থেকে বের না হওয়ার আদেশ দেন। বিষয়টি জানাতে ওই বাড়িতে গেলে জিন্নাহ ও রিপন কে মারধর করে গুরুত্বর আহত করে আগতরাসহ তাদের স্বজনরা। পরে মারধরের শিকার দুই যুবককে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতালে আনলে গুরুত্বর আহত জিন্নাহকে ভোলা প্রেরণ করেন করেন কর্তব্যরত চিকিৎক।
এব্যাপারে সালাউদ্দিন রিপন বাদী হয়ে আট জনকে আসামী করে লালমোহন থানায় মামলা হয়েছে , মামলা নং ১৪ । বজলু ও ইয়াছিন নামের দুইজনকে লালমোহন থানা পুলিশ আটক করে ভোলা কোর্টে পেরন করে ।