রবিবার, ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঘরেই করুন নববর্ষের উৎসব-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ঘরেই করুন নববর্ষের উৎসব-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাইরে লোক সমাগম করে নববর্ষের কোনো অনুষ্ঠান করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাইরের সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। আপনারা ঘরে বসে উৎসব করুন, রেডিও টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন। কিন্তু কোনোভাবেই কোনো ধরনের লোকসমাগম করবেন না। পহেলা বৈশাখের সব অনুষ্ঠান বন্ধ থাকবে।
রবিবার (১২ এপ্রিল) বরিশাল ও খুলনা বিভাগের জেলা সমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু অনেকেই ঘরে থাকার নির্দেশনা মানতে চাননি। মানুষের সঙ্গে মিশেছেন। ফলে অনেক জেলায় এটা সংক্রমিত হচ্ছে। মূলত লোক সমাগমের কারণেই কিন্তু করোনা সংক্রমিত হচ্ছে। এটা যেন আর না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে।