শনিবার, ১৫ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » জয়দেবপুর থানার হত্যা মামলার প্রধান আসামী আটক ভোলার মনপুরায়
জয়দেবপুর থানার হত্যা মামলার প্রধান আসামী আটক ভোলার মনপুরায়
সীমান্ত হেলাল, মনপুরা : মনপুরায় খালা বাড়ি পালাতে এসে গাজীপুরের জয়দেবপুর থানার হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মাঝিকে আটক করেছে থানা পুলিশ। ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬ টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার থেকে ওসি হানিফ সিকদারের নের্তৃত্বে এস আই ফিরোজ প্রধান আসামীকে গ্রেফতার করে।
জানা যায়, ফেইসবুকে হত্যা মামলার আসামীদের ছবি দেখে নিহত রতন মাঝির ভায়রার ছেলে দুলালের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগীতায় প্রধান আসামী জাহাঙ্গীর মাঝিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মনপুরা থানা পুলিশ জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করে।
গাজীপুরের জয়দেবপুরে একটি মারমারি মামলায় আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় রতন মাঝি নামক একজনকে হত্যা করে বলে জানায় নিহতের ভায়রার ছেলে দুলাল।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১০ আগস্ট সোমবার রাত ৮ টায় নিহত রতন মাঝি গাজীপুরের জয়দেবপুর এলাকার পালের পাড়া এলাকায় পৌছালে আসামীরা পিছন থেকে ধারালো ছুরি দিয়ে মাথার পেছনে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে রতন মাঝি মৃত্যুবরন করেন। পরদিন ১১ আগস্ট মঙ্গলবার নিহত রতন মাঝির ছেলে মাহফুজ বাদি হয়ে ৫ জনের বিরদ্ধে থানায় মামলা করে। এ ঘটনায় জয়দেবপুর পুলিশ অন্য আসামী কামাল ও জামালকে গ্রেফতার করে। কিন্তু ঘটনার পর থেকে প্রধান আসামী জাহাঙ্গীর পলাতক ছিল। এখন পর্যন্ত অপর দুই আসামী তানজিল ও কাসেম মাঝি পলাতক রয়েছে।
মনপুরা থানার ওসি হানিফ সিকদার জানান, হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীরকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আটক দেখিয়ে গাজীপুরের জয়দেবপুর থানায় প্রেরন করা হবে।
প্রধান আসামী জাহাঙ্গীর মাঝি জানায়, তিনি গাজীপুরের জয়দেবপুরে পুরি, সিংড়া ও নুডুলসের ব্যবসা করেন। নিহত রতন মাঝির সাথে তার ঝগড়া হলেও তিনি এই হত্যা করেননি। আসামী ৫ জনের মধ্যে একজন তার বাবা অন্য ৩ জন ভাই।