রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘ঢাকা প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা’।।লালমোহন বিডিনিউজ
‘ঢাকা প্রবেশ ও ত্যাগে নিষেধাজ্ঞা’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা ত্যাগ ও প্রবেশে পুলিশ সদর দপ্তরের নিষেধাজ্ঞা।
ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে না পারে এবং ঢাকার বাইরে থেকে কোনো মানুষ যাতে ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বাংলাদেশ পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণ ছুটির সময় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঢাকায় কেউ প্রবেশ করতে পারবে না এবং ঢাকার বাইরেও কেউ যেতে পারবে না।
উল্লেখ্য, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এমন শনাক্ত হয়েছেন মোট ৮৮ জন। গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু ও ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।