লালমোহনে হিন্দু বাড়িতে হামলার অভিযোগ
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে পানের বরজে পুকুরের পানি দেওয়া কে কেন্দ্র করে হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাউরিয়া গ্রামের তপন মাষ্টার বাড়ির নিখিলের সাথে পানের বরজে পানি দেওয়া নিয়ে পাশ্ববর্তী ৯নং ওয়ার্ডের হাশেমের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় হাশেমের পক্ষ হয়ে ওই ওয়ার্ডের মাহমুদুল হকের ছেলে হিরণের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন জুমার নামাজ শেষে তপন মাষ্টার বাড়িতে হামলা চালায়। এতে ভবরঞ্জন মাষ্টার, নিখিল দাস, সুভাষ, অনিল, সুমি রানী, ইভান, মিতু, পলাশ ও জামাল আহত হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।