সোমবার, ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | তজুমদ্দিন | বিভাগের খবর | মুক্তমত | রংপুর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনা রুখতে মাঠে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম
করোনা রুখতে মাঠে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম
ডেস্ক : ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে জনসচেতনা এবং চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর প্রত্যেক টহল দলের সাথে একটি করে মেডিক্যাল টিম মাঠে থাকবে।
সোমবার থেকেই সেনা বাহিনীর নিজস্ব চিকিৎসক দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার কাজ শুরু হয়েছে। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল নজরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ঠাকুরগাঁওয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী।