মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দোকানপাট বন্ধ ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে দোকানপাট বন্ধ ঘোষণা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে ভোলার লালমোহন উপজেলার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপলক্ষে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে লালমোহন বাজারসহ উপজেলার সকল বাজার বন্ধ কার্যকর হবে। তবে ঔষধের দোকান, কাঁচা বাজার ও মুদি দোকান খোলা থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান।
এদিকে মঙ্গলবার থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সকল হোটেল রেস্তরা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন হাট-বাজারের সাপ্তাহিক হাট। মঙ্গলবার লালমোহন থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ছেড়ে যায়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, লালমোহন উপজেলায় ২ শত প্রবাসী বিভিন্ন দেশ থেকে গত কয়েকদিনে এসে অবস্থান করছে।
তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। থানা পুলিশ ও ইউপি চৌকিদার এদের নজরদারী করছে।