মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত।।লালমোহন বিডিনিউজ
ভোলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলায় ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পথচারী ও ঐ ট্রলি চালকের সহকারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪শে মার্চ) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম ইলিশার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে পথচারী জয়নাল ঘোষ (৭০) ও মৃত আবদুল মুনাফ মিয়ার ছেলে ট্রলি চালকের সহকারী অহিদ (৫৫)।
স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি ট্রলি পশ্চিম ইলিশার ৭নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনা স্থলেই পথচারী জয়নাল ঘোষ নিহত হয়। অপর দিকে গুরুতর আহত অহিদকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।