সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইয়াবাসহ পৌর কর্মচারী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইয়াবাসহ পৌর কর্মচারী আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ইয়াবাসহ মাজেদ (৪৫) নামের পৌরসভার এক কর্মচারীকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
রবিবার রাতে উপজেলা পরিষদের ভিতর সেটেলম্যান্ট অফিসের পিছনে ইয়াবা সেবনকালে তাকে আটক করা হয়। আটক মাজেদ পৌর ৮নং ওয়ার্ড এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
জানা যায়, প্রায়ই রাতে উপজেলা পরিষদের ভিতরে ইয়াবাসেবীদের অবাধ বিচরণ নজরে আসে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমির। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে ইউএনও’র নেতৃত্বে লালমোহন থানার এসআই শওকত জামিল, এএসআই শাহাবুদ্দিনসহ একদল চৌকশ পুলিশ সদস্যরা ছদ্দবেশ ধারণ করে ইয়াবাসেবী মাজেদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২, তারিখ ২২ মার্চ।