সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ বিশ্ব আবহাওয়া দিবস।।লালমোহন বিডিনিউজ
আজ বিশ্ব আবহাওয়া দিবস।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আজ ২৩ মার্চ (সোমবার) বিশ্ব আবহাওয়া দিবস। এবারের প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যান্ড ওয়াটার’। অর্থাৎ জলবায়ু ও পানি।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, করোনার কারণে এবার প্রতিটি আবহাওয়া অফিসের গৃহীত কার্যক্রম সীমিত করা হয়েছে। ঘরোয়াভাবে তারা দিবসটি উদযাপন করছেন।
প্রতি বছর সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিবসটি উদযাপনের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তক প্রতিবছর একটি সময়োপযোগী বিষয়কে প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে। এ বছর বিশ্ব আবহাওয়া সংস্থা কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য বিষয় হলো ক্লাইমেট অ্যান্ড ওয়াটার। অর্থাৎ জলবায়ু এবং পানি।