রবিবার, ২২ মার্চ ২০২০
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | দক্ষিণ আইচা | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে বিদ্যূৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে বিদ্যূৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের চরমাদ্রাজ ইউনিয়নে বিদ্যূৎসপৃষ্টে আঃ খালেক সরদার (৮০) ও আঃ গনি সরদার (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।
রোববার (২২মার্চ) সন্ধায় উপজেলার চরমাদ্রাজ চরনাজিমুদ্দিন ৮নং ওয়ার্ডের বেলায়েত চৌকিদার মোড়ের ও আনন্দ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি উপজেলার চরমাদ্রাজ চরনাজিমুদ্দিন ৮নং ওয়ার্ডে তারা দু’জন বাবা-ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধার দিকে বাড়ির পার্শ্বে মরিচ খেতে পাস্প দিয়ে পানি দিতে গিয়ে তারা বিদ্যূৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পিতা-পুত্রের অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।