শনিবার, ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল।।লালমোহন বিডিনিউজ
স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা ভাইরাসের কারণে এ বছর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবণে সংবর্ধনা বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান। রাষ্ট্রপতির প্রেসসচিব মোহাম্মদ জয়নাল আবেদিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশ ও বিশ্বপরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহ্বান জানান। আলোচনার সময় এ বছর স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।