শনিবার, ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে করোনা সুরক্ষায় নিচিচা’র মাস্ক ও লিফলেট বিতরণ
লালমোহনে করোনা সুরক্ষায় নিচিচা’র মাস্ক ও লিফলেট বিতরণ
সালাম সেন্টু : ভোলার লালমোহনে করোনা ভাইরাসের আক্রমণ থেকে সচেতন ও সুরক্ষিত থাকার আহবানে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ চিকিৎসা চাই”।
এ উপলক্ষে শনিবার সকালে লালমোহন বাজার চৌরাস্তায় বিনামূল্যের মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিচিচা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আবদুল হান্নান এর সভাপতিত্বে ও লালমোহন উপজেলা নিচিচা’র সাধারণ সম্পাদক কাজী ফয়জুল আলম সুমন এর সঞ্চালনায় মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীগ সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মহসীন খান, পৌরসভা ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম ফরাজী, নিচিচা’র উপদেষ্টা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি, উপদেষ্টা সামীম রেজা প্রমুখ।
নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) লালমোহন উপজেলা শাখার আয়োজনে মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মমিন মিঝি, সিনিয়র সহ-সভাপতি শামীম মুন্সী, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরে আলম নুর, ছাত্রী বিষয়ক সম্পাদক সিমা বেগম, উপজেলা কমিটির সভাপতি মনজুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সবুজ হাছান অভি, সহ-সভাপতি ইব্রাহিম আকাশ, সহ-সভাপতি মোঃ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবি আবদুল্লাহ তাইফ, দপ্তর সম্পাদক সমীর চন্দ্র, পৌর কমিটির সভাপতি মোঃ জোনায়েদ মিকাত, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সহ-সভাপতি পার্থ মজমুদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন নিরাপদ চিকিৎসা চাই ভোলা জেলা শাখা।