শনিবার, ২১ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের হানা লালমোহনে ৭ব্যবসায়ী জরিমানা
বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের হানা লালমোহনে ৭ব্যবসায়ী জরিমানা
সালাম সেন্টু: করোনা ভাইরাস আতঙ্ক কে সুযোগ হিসেবে ব্যবহার করে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি’র নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে লালমোহন বাজারের এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের ৬টি চালের আড়তে ও ১টি মুদি দোকানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় প্রত্যেককে ২০হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর ও ওসি তদন্ত বশির আহমেদ, বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আলী আহমদ মিয়াসহ কর্মরত বাংবাদিকরা।