সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
ভোলায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার সদর উপজেলাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম মোসাঃ শান্তা আক্তার (১৩)। সে ওই ওয়ার্ডের কাজল হাজীর মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, শান্তা পেটের ব্যাথায় আত্নহত্যা করেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি পেটের ব্যর্থায় সে আত্মহত্যা করেছে। তবে হত্যার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।