সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | রংপুর | শিরোনাম | সর্বশেষ » কুড়িগ্রামের ডিসি পারভীন আউট : রেজাউল করিম ইন।।লালমোহন বিডিনিউজ
কুড়িগ্রামের ডিসি পারভীন আউট : রেজাউল করিম ইন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা ও তাকে তুলে নেওয়ার ঘটনা তদন্তে কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহারের পর নতুন ডিসি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রেজাউল করিমকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এ আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে আরেক প্রজ্ঞাপনে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র তিন সহকারী সচিবকে প্রত্যাহার করা হয়। তারা হলেন- নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলাম।
সাংবাদিক নির্যাতনের ঘটনায় এর আগে কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেল শুক্রবার মধ্য রাতে নাজিম উদ্দিনের নেতৃত্বে প্রায় ৪০ কর্মকর্তা আরিফুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের দরজা ভেঙ্গে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ে যায়। এরপর সেখানে একসঙ্গে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের সাজানো ঘটনায় এক বছরের সাজা দেয়া হয়।