সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতীয় আরকাইভস আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
জাতীয় আরকাইভস আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৬ই মার্চ) সকালে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। খসড়ায় কোন ব্যক্তি জ্ঞাতসারে আর্কাইভের যাবতীয় দলিল দস্তাবেজ বিকৃত বা ক্ষতি করেন, তাদের জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড দেয়ার বিধান রাখা হয়েছে। এই আইনের ফলে তথ্য প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়ায় ইতিহাস ঐতিহ্যের সকল দলিল দস্তাবেজ সুরক্ষিত থাকার পাশাপাশি গবেষণারও সুযোগ সৃষ্টি হবে।
এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশ ট্যুর অপারেটর নিবন্ধন ও পরিচালনা আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে, দুপুরে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।