
রবিবার, ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » স্কুল বন্ধ করার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি-শিক্ষামন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
স্কুল বন্ধ করার মত পরিস্থিতি সৃষ্টি হয়নি-শিক্ষামন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্কুল বন্ধ করার মত পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি, পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১৫ই মার্চ), এ কথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। আর, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে ২৩১৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সারা বিশ্বে এরইমধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ৬ হাজার মানুষের। আর, আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৫৭ হাজারের বেশি।