রবিবার, ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ৮জেলের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ৮জেলের কারাদণ্ড।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৪০ হাজার মিটার জালসহ ২টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। এদের মধ্যে ৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু হওয়ায় তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়।
আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) মোঃ আমির হোসেন জানান, মার্চ-এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তজুমদ্দিনের সীমান্তবর্তী এলাকার মেঘনা নদী থেকে ১২ জেলেকে আটক করা হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঁজা প্রদান করেন।