মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » মাস্কের দাম বেশি চাইলেই কল করুন হটলাইনে।।লালমোহন বিডিনিউজ
মাস্কের দাম বেশি চাইলেই কল করুন হটলাইনে।।লালমোহন বিডিনিউজ
মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই একদল অসাধু ব্যবসায়ী চড়া দামে তা কিনতে সবাইকে বাধ্য করছে। এর বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন এবং আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করব। অভিযোগ প্রমাণিত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ।’
মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষার যেকোনো পণ্যের ঊর্ধমূল্য রুখতে সোচ্চার রয়েছে এ প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করায় রাজধানীর গুলশানে বিশেষ অভিযান চালিয়ে দুইটি ফার্মেসি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।