মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি-মীরজাদী।।লালমোহন বিডিনিউজ
দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি-মীরজাদী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : গত ৮ই মার্চ যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন তারা ছাড়া নতুন করে বাংলাদেশে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠা-আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা আরও জানান, বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। আর কোয়ারেন্টিনে থাকার সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি হলেও প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে আছেন ৪ জন।
আইইডিসিআর’র পরিচালক, বিদেশ ফেরত ব্যক্তিদের নিজ দায়িত্বে ১৪ দিন বাসায় অবস্থান করার অনুরোধও জানান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে আরও জানান, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে, কারও শরীরের এখন পর্যন্ত করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিনজনই।