মঙ্গলবার, ১১ আগস্ট ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনের ১৮ টি স্কুল ও মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
ভোলার চরফ্যাশনের ১৮ টি স্কুল ও মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের ১৮ টি স্কুল ও মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি করে ৯৬ জন শিক্ষক নিয়োগ ও শিক্ষকের বিল বেতন করানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সোমবার সন্ধ্যা রাতে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন ও মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলমের উপস্থিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব অনিয়ম যাচাই বাচাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়।
অনিয়মের অভিযোগ উঠা প্রতিষ্ঠান গুলোর হলো- হাসান গঞ্জ ইসলামীয়া মাধ্যামিক বিদ্যালয়,ওসমানগঞ্জ মাধ্যামিক বিদ্যালয়, উদয়ন মাধ্যামিক বিদ্যালয়, দক্ষিণ সিবা মাধ্যামিক বিদ্যালয়, মধ্য আলীগাও মাধ্যামিক বিদ্যালয়, উত্তর আইচা মাধ্যামিক বিদ্যালয়, দক্ষিণ শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়, এওয়াজপুর মাধ্যামিক বিদ্যালয়, উওর ফ্যাশন মডেল মাধ্যামিক বিদ্যালয়, আঞ্জুর হাট মাধ্যামিক বিদ্যালয়, আমিনাবাদ মাধ্যামিক বিদ্যালয়, রসুল পুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কুছিয়া মোরা দাখিল মাদ্রাসা, চৌমহনী মাহমুদীয়া দাখিল মাদ্রাসা, উত্তর চর মানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, ওমর পুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসা ও মিয়াজান পুর ফাজিল মাদ্রাসা ।
এ প্রসংঙ্গে মাধ্যামিক শিক্ষা অফিসার সামালগীর আলম বলেন, অভিযোগ যাচাই বাচাই করা হবে প্রমানিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন বলেন, অভিযোগ গুলো যাচাই বাচাই করার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠণ করা হয়েছে। কমিটির তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে