সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বেশি দামে মাস্ক বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
বেশি দামে মাস্ক বিক্রি: দুই ফার্মেসিকে জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কের কারণে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত দুই ফার্মেসিকে জরিমানা করেছে।
ময়মনসিংহে সার্জিক্যাল মাস্কের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় নগরীর দূর্গাবাড়ি এলাকায় দু’টি ফার্মিসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। সোমবার দুপুরে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
বেশি দামে সার্জিক্যাল মাস্ক বিক্রি করায় দূর্গাবাড়ি এলাকার বায়োল্যাব সার্জিক্যাল ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এস কে মেডিসিন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।