শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সৎ ছেলের নির্মম নির্যাতনের শিকার মা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সৎ ছেলের নির্মম নির্যাতনের শিকার মা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতায় সৎ ছেলে মোঃ মফিজের নির্মম নির্যাতনের শিকার হয়ে মুমূর্ষাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মা ফাতেমা বেগম। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।
বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাগনদ্দি বাড়ীর নুর ইসলাম তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে জীবনযাপন করছেন। প্রথম স্ত্রীর ঘরের সন্তানরা তাদের মায়ের সাথে পাশ্ববর্তী ঝিন্হা বাড়িতে/ মামা বাড়িতে থাকে।
গত বৃহস্পতিবার বিকেলে নুর ইসলামের স্ত্রী ফাতেমা বেগম বাড়ির পার্শ্বে ইলিয়াছ মিঝির পুকুর পাড়ে গরু আনতে যায়। ওই সময় গরু জমির ফসল খেয়েছে অভিযোগ করে ফাতেমা বেগমের উপর নির্মম নির্যাতন চালায় সৎ ছেলে মোঃ মফিজ।
ফাতেমা বেগমের স্বামী নুর ইসলাম অভিযোগ করে বলেন, মফিজের নির্যাতনের ফলে ফাতেমা বেগমের সারা শরির রক্ত জমাট বেধে নীলা হয়ে গেছে। তার বুকের হাড় ভেঙ্গে গেছে। ডাক্তার তাকে বরিশাল রেফার করেছে।
তিনি আরও অভিযোগ করেন, মফিজের মা মমতাজ বেগম, মামা নাছির, বশির, রহিম, ফিরোজ ও ভাই রমিজের পরিকল্পনা অনুযায়ী এ নির্যাতন করেছে। তার নির্যাতনের পর স্থানীয় গণমান্যদের কাছে বিচার দিয়েও কোন সুরাহা পাননি বলেও জানান নুর ইসলাম। তাই আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
এদিকে মায়ের প্রতি এমন অমানবিক নির্যাতনের কঠোর বিচার দাবি করেছে এলাকাবাসী।