বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
দৌলতখানে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলাধীন চরপাতায় সুরমা বেগম (১৭) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় ৪নং ওয়ার্ড চরপাতা গ্রামে ওই ছাত্রীর বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ । নিহত সুরমা বেগম ওই ইউনিয়নের চরপাতা ৪ নং ওয়ার্ডের রুহল আমিনের মেয়ে ও স্থানীয় হাসিনা নিজাম লামচি পাতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় ওই ছাত্রীর মা ও তার বোন ডাক্তার দেখাতে ভোলার একটি ডায়াগনস্টিক সেন্টারে যান এবং বাবা রুহল আমিন বাড়ীর পাশের জমিতে কাজ করতে যায়। কিছুক্ষন পর বাড়ীতে এসে মেয়েকে ডাকাডাকি করলেও সুরমা বেগমের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে সুরমা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় বাবা রুহল আমিন। পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ ।
দৌলতখান থানার (ওসি) বজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।