বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জেলা জজ প্রত্যাহার, প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ।।লালমোহন বিডিনিউজ
জেলা জজ প্রত্যাহার, প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর জামিন বাতিলের পর জেজা প্রত্যাহারের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রীর জামিন নামঞ্জুরের পরে বিচারক প্রত্যাহারের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিমকোর্টের বেশ কয়েকজন আইনজীবী। এ সময়, প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দেয় হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চে বিষয়টি নজরে আনেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।
গতকাল মঙ্গলবার (৩রা মার্চ) পিরোজপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল মান্নানের আদালত দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এরপরই এক আদেশে পিরোজপুরের জেলা জজকে আব্দুল মান্নানকে প্রত্যাহার করে নেয়া হয়। পরে, দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নাহিদ নাসরিনের আদালতে জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হলে বিচারক জামিন মঞ্জুর করেন।