বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জেলা জজ বদলি কেনো আইন বহির্ভুত নয়, হাইকোর্টের রুল।।লালমোহন বিডিনিউজ
জেলা জজ বদলি কেনো আইন বহির্ভুত নয়, হাইকোর্টের রুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পিরোজপুরের জেলা জজকে তাৎক্ষণিকভাবে বদলি করা কেন বেআইনি নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের জামিন ইস্যুতে পিরোজপুর জেলা জজ আবদুল মান্নানকে বদলির সিদ্ধান্ত কেনো বেআইনি হবে না জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। সংশ্লিষ্টদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল জারির আগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের মতামত শোনেন আদালত। এরপর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার দুদকের করা মামলায় পিরোজপুর এক আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আবদুল আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা জজ আবদুল মান্নান। বিচারকের এমন আদেশের পরপরই পিরোজপুর জজকোর্ট চত্বরে হট্টগোল করেন আইনজীবীরা ও আউয়াল সমর্থকরা।
প্রায় চার ঘন্টা পর জেলা জজ আবদুল মান্নানকে অব্যাহতি দিয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। জেলা জজ আব্দুল মান্নানকে তাৎক্ষণিক বদলির পর দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নাহিদ নাসরিনের আদালতে জামিন বাতিলের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হলে বিচারক আউয়াল ও তার স্ত্রীকে জামিন দেন।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে কয়েকজন আইনজীবী বিষয়টি নজরে আনেন। পরে হাইকোর্ট বেঞ্চ এটিকে প্রধান বিচারপতির আদালতে নেয়ার পরামর্শ দেয়। পরে, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বিচারক আবদুল মান্নানকে বদলির সিদ্ধান্ত কেনো বেআইনী নয়, জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট।
এ বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘এরকম একটা আদেশ দেয়ার পর বিচারক চারঘন্টার মধ্যে স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন। এতে, বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ বিষয়ে এখন যদি হস্তক্ষেপ করা না হয় তাহলে আমাদের আর কাজ করার কোনো জায়গা থাকেনা।’
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘পিরোজপুরের ঘটনাটি একটি খারাপ উদাহরণ তৈরি হয়েছে।’ তবে, দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে অবশ্যই ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, আইন মন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। আর ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এটা বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। ব্যারিস্টার মওদুদ আহমদ আরও বলেন, ‘সরকার ইচ্ছা করলে কি না করতে পারে সেটাই তারা প্রমাণ করেছে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা বলতে এখন আর কিছু নেই।’
ঘটনা নিয়ে সচিবালয়ে বুধবার আইন মন্ত্রী জানান, আদালতে বিচারকের অসৌজন্যমূলক আচরণের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে ওই বিচারককে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।