রবিবার, ১ মার্চ ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” স্লোগানে সারাদেশের ন্যায় ভোলার লালমোহনেও পালিত হলো প্রথম “জাতীয় বীমা দিবস”।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় লালমোহন পৌরসভা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সমাজে সাধারণ মানুষ বীমা কর্মীদের ছোট করে দেখে। এটা উচিৎ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা কর্মী ছিলেন। তাই বীমা কর্মীদের কে ছোট করে দেখার সুযোগ নেই।
পরে জাতীর জনকের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও গ্রাহকরা।