শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলা | জাতীয় | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে ভবিষ্যত প্রজন্মকে দূরে রাখতে কাজ করছে সরকার’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে ভবিষ্যত প্রজন্মকে দূরে রাখতে কাজ করছে সরকার’-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে ভবিষ্যত প্রজন্মকে দূরে রাখতে কাজ করছে বর্তমান সরকার। এছাড়া, শিশুদের মেধার বিকাশে দেশে খেলাধুলার সহায়ক পরিবেশও গড়ে তোলা হচ্ছে- জানালেন প্রধানন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। এই ধারা দেশের খেলোয়াড়রা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
টুর্নামেন্টে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান শেখ হাসিনা। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য ফুটবলারদের তাগিদও দেন প্রধানমন্ত্রী।
দেশে খেলাধুলার পরিবেশ তৈরির জন্য প্রতি জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকার প্রধান।