বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রাজশাহী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » চাঁদাবাজীর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
চাঁদাবাজীর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কে চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমকে চাঁদা আদায় ও কোচিং সেন্টারের চেয়ার টেবিল লুট করে নিয়ে যাওয়ার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে নগরীর সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার সহযোগী আসাদ ওরফে ডিজে আসাদকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাতে বোয়ালিয়া থানায় নাঈমের বিরুদ্ধে এজাহার দাখিল করেন ইউনিক কেয়ার কোচিংয়ের পরিচালক রায়হান হোসেন। অভিযোগে বলা হয়, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ও তার সহযোগী আসাদ ও মারুফসহ আরো বেশ কয়েকজন ইউনিক কেয়ার কোচিং এর পরিচালক রায়হান ও ফিজিক্স কোচিং এর পরিচালক নুরুল ইসলামের কাছে চাঁদা কাছ থেকে প্রায়ই চাঁদা নিতো। রবিবার রাতে তারা আবারো চাঁদা নিতে যায়। এ সময় তারা ১০ হাজার টাকা চাঁদা চাইলে তাদের ৩হাজার টাকা চাঁদা দেয়। চাঁদার পরিমাণ কম হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে কোচিং সেন্টারে ভাংচুর চালায়। এ সময় তারা ১০টি চেয়ার টেবিল নিয়ে চলে যায়।
পরে রবিবার রাতেই বোয়ালিয়া থানায় অভিযোগ দেন রায়হান। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে সকাল ১০টার দিকে কাদিরগঞ্জ এলাকা থেকে ডিজে আসাদকে গ্রেপ্তার করে। এরপর দুপুর দুইটার দিকে সিএন্ডবি মোড় থেকে ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান নাঈমকে গ্রেপ্তার করে।
কোচিং এর পরিচালক রায়হান হোসেন জানান, গত বৃহস্পতিবার নাঈম, আসাদ ও মারুফ এসে তিন হাজার টাকা চাঁদা নিয়ে যায়। চাঁদা কম হওয়ায় সেদিন তারা কোচিংয়ের জানালা, টেবিল, চেয়ার ভাংচুরের পাশাপাশি এক কর্মচারীকে মারধরও করে। এরপর রবিবার আবার তারা চাঁদা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকৃতি জানালে কোচিং ভাংচুর করে চেয়ার টেবিল নিয়ে যায়।
এ ঘটনায় চাঁদা আদায়, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।