শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলের বিকল্প নেই’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
‘তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলের বিকল্প নেই’-স্বরাষ্ট্রমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : তরুণ সমাজকে রক্ষা করতে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা আহসানিয়া মিশনের মাদকবিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ও জনগণের সহযোগীতায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সফল সরকার। এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরোদ্ধে সফল হতে হবে। সেজন্য জনগণের সহযোগীতা দরকার।
সচেতনতা ছাড়া তরুণ সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।