শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’-ইকবাল সোবহান চৌধুরী।।লালমোহন বিডিনিউজ
‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’-ইকবাল সোবহান চৌধুরী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা থাকলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আব্দুস সালাম স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিক আব্দুস সালামের দক্ষতা ও সাহসিকতায় সাংবাদিকতা অন্যমাত্রা পেয়েছিল।
এ সময় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আব্দুস সালামের কাছে সাংবাদিকতা ছিল পবিত্র দায়িত্ব। বতর্মান প্রজন্মের সাংবাদিকদের তাঁর পথ ও আদর্শ ধারণের আহ্বান জানান তিনি।
এসময় আব্দুস সালামের বর্ণাঢ্য জীবন তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ায় গুরুত্ব দেন সিনিয়র সাংবাদিক ও অতিথিরা।