শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ঢাকায় বিডিএফআই’র অফিস উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
ঢাকায় বিডিএফআই’র অফিস উদ্বোধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কামরুজ্জামান শাহীন : ভোলা ডেভেলমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (বিডিএফআই)’র ঢাকায় নতুন অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধার পর ঢাকার মিরপুর ১৪নং ইব্রাহিমপুর দোয়া মাহফিল ও কেক কেটে অফিসটি শুভ উদ্বোধন করা হয়।
শুক্রবার সন্ধার পর বিডিএফআই’র কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি প্রাক্তন খাদ্যসচিব জনাব শাহাবুদ্দিন আহমেদ অফিসটি শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট রাজনীতিবিদ মাহাবুবুর রহমান হিরন,বিবিএস ক্যবল এর এমডি ইঞ্জিনিয়ার আবু নোমান হাং,কর্নেল ফরিদ উদ্দিন(অব) ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বক্তব্যে সংগঠনের পক্ষ হতে বলা হয় যে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যেসব উন্নয়ন কাজ সরকারের মাধ্যমে ভোলার জন্য করা হয়েছে সেখানে বাহির হতে কারো আর্থিক সহায়তার প্রয়োজন না হলেও সামনে ভোলার শিক্ষা ও কর্মসংস্থানমূলক বড় কোনো প্রকল্প নিতে হলে ভোলার ধনাঢ্য ব্যক্তিবর্গের ঐকান্তিক সহায়তা প্রয়োজন হবে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবর্গ বিডিএফআই’র বিগত দিনের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সামনের ভাল কাজের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিএফআই’র সাধারণ সম্পাদক জনাব আবদুল মজিদ,অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাখেন বিডিএফআই’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব এম জহিরুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিডিএফআই’র সদস্যবৃন্দ,সুধিবৃন্দরা