সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » যৌতুকের দাবিতে স্বামীর শারীরিক নির্যাতন লালমোহন হাসপাতালে ভর্তি গৃহবধূ
যৌতুকের দাবিতে স্বামীর শারীরিক নির্যাতন লালমোহন হাসপাতালে ভর্তি গৃহবধূ
লালমোহন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে যৌতুকের দাবিতে স্বামী, ননদ ও শাশুরির নির্যাতনের শিকার হয়ে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আছমা বেগম (২১) নামের এক গৃহবধূ।
গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিনে ওই গৃহবধূর শ^শুর বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বরাবর নির্যাতিত আছমা বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তজুমদ্দিন উপজেলার ৯নং ওয়ার্ড চর কোরালমারার মোঃ জামালের কন্যা আছমা বেগমের সাথে বোরহাউদ্দিন উপজেলার ৯নং ওয়ার্ড চর কাচিয়ার সফিক মাঝির ছেলে মোঃ ওহিদের সাথে প্রায় তিন বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে। বিবাহের সময় কন্যার সুখের কথা চিন্তা করে নগদ দুই লক্ষ টাকা ও বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ আনুসাঙ্গিক জিনিসপত্র দেন কন্যার বাবা মোঃ জামাল।
ওই টাকা দিয়ে বিদেশে চলে যায় আছমার স্বামী ওহিদ। এরপর থেকে আছমার জীবনে নেমে শাশুরি ও ননদের অমানুষিক নির্যাতন। এসব বিষয়ে স্বামীকে জানালেও কোন প্রতিকার পায়নি আছমা।
বিদেশ থেকে এসে যৌতুক লোভী পাষণ্ড স্বামী আবারও দুই লক্ষ টাকার দাবিতে নির্যাতন চালায়। তারই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে দাবিকৃত টাকা এনে দিতে অস্বীকার করলে অমানবিক নির্যাতন চালায় ওহিদ, তার মা ও দুই বোন।
ভুক্তভোগী আছমা বেগম বলেন, আমার স্বামী ওহিদ, ননদ লিমা ও আমার শাশুরি মিলে আমাকে লাঠি দিয়ে এলোপাথারী আঘাত করে। শরিরের বিভিন্ন অঙ্গে কিল ঘুষি দিয়ে নীলা ফুলা জখম করেছে। পরে চোখে মুখেও মরিচ মেখে দেয় তারা।
আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমায় উদ্ধার করে। পরে তারা আমার স্বজনদের কে জানালে তারা এসে আমাকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
এমন ন্যাক্কারজনক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত বিচার দাবি করেছেন এলাকাবাসী।