শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বিক্ষোভ মিছিলের অনুমতি না পেয়ে বিএনপির সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
বিক্ষোভ মিছিলের অনুমতি না পেয়ে বিএনপির সমাবেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কারাবন্দি দলের চেয়ারপাসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল করতে না পেরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিছিলের প্রস্ততি নিয়ে আসা বিএনপি নেতা কর্মীরা পুলিশের বাধায় সড়কের ওপর বসে পড়ে। বন্ধ করে দেয় রাস্তার যানচলাচল। এর আগে সকালে কয়েকজন নেতাকর্মী বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। রাস্তায় যানজট কিংবা কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় সেজন্য নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেরপুল পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।