বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ফের গণধর্ষণের ঘটনা : এবার ২ সন্তানের জননীকে গণধর্ষণ।।লালমোহন বিডিনিউজ
ভোলায় ফের গণধর্ষণের ঘটনা : এবার ২ সন্তানের জননীকে গণধর্ষণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : মাত্র সপ্তাহখানেক আগে ভোলার চরফ্যাশনে প্রেমের প্রলোভন দেখিয়ে যুবতীকে গণধর্ষণের ঘটনার জের না কাটতেই আবার দৌলতখানে অটোরিকশা থামিয়ে ডেকে নিয়ে একটি ক্লিনিকের কর্মী বিধবা ২ সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে। প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভোলার দৌলতখানের হালিমা খাতুন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে।
পুলিশ জানায়, ধর্ষকদের মধ্যে দুজনকে শনাক্ত করতে পারলেও তবে এখনো কাউকে আটক করতে পারেনি তারা। ২ সন্তানের জননী ৩৫ বছরের ওই নারী ভোলা শহরের একাটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। প্রায় ৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। ক্লিনিকে চাকরি করেই তিনি সন্তানদের নিয়ে সংসার চালান। প্রতিদিনের মতো ক্লিনিকের কাজ শেষ করে রাতে একটি অটোযোগে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১০টার সময় দৌলতখানের হালিমা খাতুন স্কুল এন্ড কলেজের সামনে ৪ যুবক ওই অটোরিকশাটি থামায়। ওই নারীর সাথে কথা আছে বলে ডেকে তারা কলেজের ভিতরে নিয়ে যান। প্রায় আধাঘন্টা পর মহিলার ডাকচিৎকার শুনে অটোচালকসহ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জামাকাপড় ছেঁড়া অবস্থায় উদ্ধার করেন।
এদিকে পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন। কিন্তু ধর্ষকরা তার আগেই পালিয়ে যান। নির্যাতিত ওই নারীকে অচেতন অবস্থায় ভোলা সদর হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয়। রাত ১২টার পর হাসপাতালে ওই নারীর জ্ঞান ফিরলে তিনি জানান, তিনি ৪ যুবকের মধ্যে ২ যুবককে চিনতে পেরেছেন। তিনি এ ঘটনার বিচার চান।
ভোলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. গোলাম রাব্বি চৌধুরী জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সকালে মেডিক্যাল বোর্ড বসানো হবে বলে জানান তিনি।
দৌলতখান থানা তদন্ত ওসি সাদেকুর রহমান জানান, তারা ইতিমধেই ২ যুবককে শনাক্ত করতে পেরেছেন। তারা আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।