বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নির্বাচন বাতিলের সুযোগ নেই-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
নির্বাচন বাতিলের সুযোগ নেই-ইসি সচিব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা সিটি নির্বাচন বাতিলের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। সরকারি ফলাফলের গেজেট প্রকাশের আগে কোন অভিযোগও পাওয়া যায়নি। কারো আপত্তি থাকলে এখন আদালতে যেতে পারে বলেও জানান ইসি সিচব।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
সচিব আরো জানান, ইভিএমে কারচুপির সুযোগ নেই, তবে কেউ এমন অভিযোগ করলে প্রমাণের দায়িত্ব তার।
উল্লেখ্য, আজই (বুধবার) ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচন দাবি করেছেন বিএনপির পরাজিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। একইসাথে ফলাফল স্থগিত করে যাবতীয় তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।