সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » কক্সবাজারে ২১ ইয়াবা কারকারির আত্মসমর্পন।।লালমোহন বিডিনিউজ
কক্সবাজারে ২১ ইয়াবা কারকারির আত্মসমর্পন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় দফায় পুলিশের কাছে আত্মসমর্পন করেছে ২১ জন ইয়াবা কারকারি। এ নিয়ে দু’দফায় ১২৩ জন ইয়াবা কারকারি আত্মসমর্পন করলো।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে টেকনাফ সরকারি কলেজ মাঠে সারিবদ্ধভাবে মঞ্চে উঠে পুলিশের ডিআইজির হাত থেকে একে একে ফুল নেন ২১ ব্যক্তি। যারা প্রশাসনের তালিকায় ইয়াবা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। অবৈধ এ ব্যবসা ছেড়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আত্মসমর্পন করেন।
সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা পর গত এক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে ২৮০ জন। কিন্তু, এখনও বন্ধ হয়নি সীমান্তে ইয়াবা পাচার। তাই ইয়াবা বিস্তার রোধে আত্মসমর্পন নয়, কঠোর আইনী পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি সুশীল সমাজের।
আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, ইয়াবা ব্যবসার কারণে প্রতিবছর মিয়ানমারে ৫০ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭২ কিলোমিটার সীমান্ত থাকলেও টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে ব্যাপক আকারে ইয়াবা প্রবেশের অভিযোগ রয়েছে।