মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
মনপুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
সীমান্ত হেলাল, মনপুরা : কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনপুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে। ০৪ আগস্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে স্প্রিং বাংলাদেশ মনপুরা শাখার সহযোগীতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। উপজেলা সদর হাসপাতালের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ অমিতাভ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেভ দ্যা সিলড্রেন এর মনপুরা শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান, স্প্রিং বাংলাদেশ মনপুরা শাখার প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ মাহমুদুর রহমান, সাস্থ্য সহকারী মোঃ ফারুক হোসেন, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার আব্দুল মতিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফাতেমা বেগম।