সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন লালমোহনে ১শিক্ষকের কারাদণ্ড, ৩ শিক্ষক বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন লালমোহনে ১শিক্ষকের কারাদণ্ড, ৩ শিক্ষক বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোঃ লোকমান হোসেন নামের এক শিক্ষককে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। মোঃ লোকমান হোসেন উপজেলার গজারিয়া পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
উপেজলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সোমবার এসএসসি বাংলা পরীক্ষা চলাকালীন সময়ে লালমোহন গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিনা অনুমতিতে প্রবেশ ও শিক্ষার্থীদের বলে দেওয়ার অপরাধে ওই শিক্ষককে ১৫ দিনের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল ।
এদিকে শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার দায়ে বহিস্কার হয়েছেন আরও তিন শিক্ষক। গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ছালাউদ্দিন, ধলীগৌরনগর মাধ্যামিক বিদ্যালয় কেন্দ্র থেকে আব্দুল হান্নান নিন্ম মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কৌশিক আহমেদ ও চাচড়া মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির কে বহিস্কার করা হয়।
শিক্ষকের কারাদণ্ড ও বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপেজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।