শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | বিভাগের খবর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » সীমান্ত থেকে বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সীমান্ত থেকে বাংলাদেশি ৫ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খড়চাকা সীমান্ত থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
৩১ জানুয়ারি (শুক্রবার) খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শনিবার সকাল ১১ টায় বিএসএফ’র সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হবার কথা থাকলেও তা হয়নি। বিকেল চারটায় পতাকা বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন, পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর- ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন তিনি।
এ ঘটনায় শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা ছিলো। তবে বিএসএফ কমান্ডার বাইরে থাকায় তা হয়নি। বিকেল ৪টায় আবারো পতাকা বৈঠকের কথা রয়েছে। আশা করা হচ্ছে, বিকেলে পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনা হবে।