শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ৮টা-৯টার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি।
এছাড়া শেখ ফজলে নুর তাপস ভোট দেবেন ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
ইশরাক হোসেন গোপীবাগের রাম কৃষ্ণ মিশন সড়কের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল ৯টার।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউ এর নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন আতিকুল ইসলাম।
গুলশান-২ এর গুলশান মানারাত ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজ এ ভোটাধিকার প্রয়োগ করবেন তাবিথ আউয়াল।
প্রসঙ্গত, শনিবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।