শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অসুস্থতা জনিত কারণে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিসিইউ’তে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিসিইউ’তে ভর্তি হয়েছেন ওবায়দুল কাদের। তার অসুস্থতার কারণে আজ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর বৈঠক মুলতবি ঘোষনা করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে। তাঁর ব্লাড প্রেসার হাই, উনি ডি ব্লকের সিসিইউতে ভর্তি আছেন। চিকিৎসকরা পরীক্ষা করছেন। তিনি মোটামোটি ভালো আছেন, স্টেবল আছেন। লাং ইনফেকশন আছে। চিকিৎসকরা বিস্তারিত জানাবেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তিনি বিএসএমএমইউয়ে চলে যান।