বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিনোদন | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানার ওসির উদ্যোগ দর্শনীয় হয়ে উঠেছে নান্দনিকতায় খচিত মৃত গাছ
লালমোহন থানার ওসির উদ্যোগ দর্শনীয় হয়ে উঠেছে নান্দনিকতায় খচিত মৃত গাছ
সালাম সেন্টু : লালমোহন থানার ভেতরের অতি পুরোনো আমগাছ। ডালগুলো শুকিয়ে ধীরে ধীরে শুকনো কাষ্ঠে পরিনত হওয়া এ গাছটি থানার (ওসি) মীর খায়রুল কবীরের সাংস্কৃতিক মনা উদ্যোগের ফলে আজ বহন করছে বাংলাদেশের মুক্তির চেতনাসহ দেশের বিভিন্ন ঐতিহ্য।
নান্দনিক রুপে সাজানো গাছটি দেখে আকৃষ্ট হচ্ছেন থানায় আসা সর্বস্তরের লোকজন। জাতীয় পতাকা, নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের বাহন নৌকা, জাতীয় ফুল, ফল, পশু, মাছ শিকাররত বক, বন্য হাতি, সাপ, কচ্ছপসহ বিভিন্ন নান্দনিকতায় খঁচিত গাছটি দেখতে উৎসুক জনতার ভীড়।
গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পেরে উৎফুল্ল এক দর্শনার্থী বলেন, একটি সু-চিন্তাই পারে সব কিছু বদলে দিতে। তার প্রমাণ মরে যাওয়া আমগাছটি। জানিনা বেঁচে থাকতে গাছটি দেখতে ক-জনা ভীড় করেছে। তবে একটি সুন্দর উদ্যোগের ফলে এখন শুকনো কাষ্ঠটিও নান্দনিকতার কারণে দর্শনীয় হয়ে উঠেছে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর বলেন, থানার ভেতরের অতি পুরোনো আমগাছটি মরে গিয়েছে। গাছটির চারপাশ বাউন্ডারি করা। গাছটি কেটে ফেললে স্থানটির সৌন্দর্য হারাতো। আর নতুন গাছ লাগালে বড় হতেও সময়ের প্রয়োজন। সব দিক বিবেচনা করেই গাছটিকে খোঁদাই করে দেশের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।